Written By দেবোপম সরকার
শ্রী সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি উপলক্ষে সল্টলেকের রামকৃষ্ণ-বিবেকানন্দ কেন্দ্রে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভোর চারটের সময় মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শনার্থীদের বেশিক্ষণ জমায়েত করতে দেওয়া হচ্ছে না। মুখে মাক্স পড়ে বাধ্যতামূলক ভাবে মন্দিরে প্রবেশ করতে হবে। কেবলমাত্র ভক্তদের কাছ থেকে মিষ্টি নৈবদ্য গ্রহণ করা হচ্ছে কোনোরকম ফুল গ্রহণ করা হচ্ছে না। পুজোর শেষে মহা হোম সমাপ্তির পর প্যাকেটের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হবে। পুজোর আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বারের তুলনায় নৈবেদ্যর পরিমাণ কিছুটা কম করা হয়েছে। গোটা ফলের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে, এমনকি ভক্তরা বেশিক্ষণ জমায়েত না করতে পারে তার ওপরে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও সোশ্যাল ডিসটেন্স মেনে ভোগ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।