Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সোমবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। নবান্নে সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মী ভালো ছেলে। ও জানিয়েছে ও খেলার দুনিয়াতেই ফেরত যেতে চায়। তাই বিধায়ক পদ ছাড়া বাকি সব পদ থেকে ওকে অব্যহতি দেওয়া হোক। এতে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই। আমাদের শুভেচ্ছা রইলো। ভালো করে খেলাধূলা করুক। আমি রাজ্যপালকে জানিয়েছি ওর পদত্যাগপত্র গ্রণ করার জন্য।’ শুধু মন্ত্রিত্ব থেকেই পদত্যাগ করা নয়, হাওড়ায় দলের জেলা সভাপতির পদও ছেড়েছেন তিনি৷ উল্লেখ্যে, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মী৷
তবে এখনও বিধায়ক পদে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি জানিয়েছেন, ‘বিধায়ক পদে থেকে মানুষের কাজ করতে চাই।’ তবে অন্য কোনও রাজনৈতিক দলে যাবেন কিনা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করে জানাননি লক্ষ্মী।
Truly quite a lot of wonderful facts! essay writing services essay writing services
Amazing material. Thanks. paper writing service custom paper writing service
Youu should take part in a contest foor one off the greatest sites online. I will highly recommend this blog! https://mywritingexperience.com essay writing service reddit essay writing service reddit https://mywritingexperience.com