Written By সেলিম শেখ
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনাটি ঘটে সোমবার। আর তাতেই মৃত্যু হয় ১ যুবকের। মৃতের নাম সাইদুল খান(৩১)। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয়রা সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর সামসেরগঞ্জের নতুন মালঞ্চ এলাকার বাসিন্দা ওই যুবক। পুলিশ তারাপুর হাসপাতাল থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।