Written By মনা বীরবংশী
তাজা বোমা উদ্ধার ঘিরে বীরভূমের নানুরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, বীরভূমের নানুর থানার জলুন্দী গ্রাম থেকে পালুন্দী যাওয়ার মাঠে ১ড্রাম তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে আনুমানিক ২৫ থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে বোমাগুলো ওখানে মজুত করেছিল তার খোঁজ খবর নিচ্ছে পুলিশ। বুধবার ঘটনাস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়করণের বিশেষ প্রতিনিধি দল। বুধবার বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে বলেও জানা গেছে। বিধানসভা ভোটের মুখে নানুরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে । যদিও এই ঘটনায় এখনও কেও আটক বা গ্রেফতার হয়নি।
26th February, 2021 10:05 am
26th February, 2021 09:58 am
25th February, 2021 11:47 pm
25th February, 2021 08:14 pm