Written By দেবোপম সরকার
বাগুইআটিতে বার ড্যান্সার খুনের ঘটনায় তাঁর পুরুষ বন্ধু সৌরভ চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে বাগুইআটি থানার পুলিশ উত্তর ২৪ পরগনার রহড়া থেকে গ্রেফতার করেছে সৌরভ চক্রবর্তীকে। আজ বুধবার তাকে বারাসত আদালতে তোলা হয়। বার ডান্সার সর্বজিত কৌর এর সঙ্গে কি সম্পর্ক ছিল সৌরভ চক্রবর্তীর এবং তাঁকে কি কারনে মারা হল এই সব বিষয়ে নিয়ে তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ।