Written By সৌম্যকান্তি ত্রিপাঠি
ফের হাতির তান্ডবে আতঙ্ক ছড়াল কেশিয়াড়ী ব্লকের খাজরা এলাকায়। বেশ কয়েকদিন ধরে নছিপুর এলাকায় তাণ্ডব চালিয়েছিল একদল হাতি। সোমবার রাতে ব্লকের খাজরা ২ নং অঞ্চলের শাখাভাঙা, গোপালপুর, জামশোল এলাকায় প্রায় ৩০ টি হাতির পাল তান্ডব চালিয়েছে বলে বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে। নছিপুর পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর, করঞ্জিমুড়া, কোটপুরা-সহ আশপাশের এলাকার সম্প্রতি ফসল নষ্ট সহ একাধিক ঘর ভাঙে হাতির পাল। ফের খাজরা এলাকায় নতুন করে হাতির পাল ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি গুলি খড়গপুরের দিক থেকে এসে সন্ধ্যে নাগাদ খাজরা অঞ্চলের চৈতন্যপুর হয়ে গোপালপুর এলাকা থেকে বড়চাটি হয়ে শাঁখাভাঙায় চলে আসে। সেখানকার এক বাসিন্দা মৌসুমী মল্লিক বলেন, রাত দুটো নাগাদ হাতিগুলি ঢুকে পড়ে ঘরবাড়ি ভাঙচুর সহ বিদ্যুতের লাইন কেটে দেয়। বাড়িতে থাকা ধান সহ একাধিক জিনিস নষ্ট করেছে হাতির পালটি। যদিও হাতি গুলি কুশগেড়িয়ার জঙ্গলে অবস্থান করেছে বলে জানান স্থানীয় মানুষজন এবং খাজরা বনদফতরের আধিকারিকরা। এলাকাসীদের বক্তব্য, হাতি গুলিকে যদি না তাড়ানো হয়, তাহলে ফের রাতের বেলা এলাকায় চলে আসতে পারে। হাতি তাড়ানোর ব্যাপারে বনদফতরের পক্ষ থেকে উত্তর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি ঘুরে দেখেন খাজরা ২ নং অঞ্চলের গ্রাম প্রধান পথিক সিং। আবেদন মত বনদফতরকে জানিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।