Written By দেবাশিস সেনগুপ্ত
কলকাতা ও কলকাতা সংলগ্ন নদীপথ পরিবহন পরিকাঠামোকে ঢেলে সাজাতে বিশ্ব ব্যাঙ্ক, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৫ জানুয়ারি নতুন দিল্লিতে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহন পরিকাঠামো তৈরির জন্য বিশ্ব ব্যাঙ্ক ১০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। যার ভারতীয় মুদ্রায় পরিমাণ ৭৬৭ কোটি টাকা। বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই প্রকল্প রূপায়ণ হলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার তিন কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। জলপথে যাত্রী ও পণ্য পরিবহনে আসবে গতি। রাস্তায় গাড়ির চাপ ও পরিবেশ দূষণ কমার সম্ভাবনা। অপরদিকে, এই প্রকল্প কলকাতা বন্দরকেও চাঙ্গা করতে কার্যকরী ভূমিকা নেবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, যাত্রী ও পণ্য পরিবহনে অন্তর্দেশীয় জলপথ একদিকে যেমন সাশ্রয়ী একইসঙ্গে তা পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের নদীপথে পরিবহন পরিকাঠামোর আধুনিক করে তুলবে এই প্রকল্প। ফলে কলকাতার বাজার এবং কর্মস্থলের সঙ্গে দূরবর্তী এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিন সহজ হবে। তরান্বিত হবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন। সূত্রের খবর, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব সিএস মহাপাত্র, ভারতে বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং রাজ্যের তরফে ডেপুটি রেসিডেন্ট কমিশনার রাজদীপ দত্ত উপস্থিত ছিলেন।
Yes
Yes
Yes
Thanks. Numerous info. essay writing service writingservice
Serously aall kinds of amazing material. paper writing service paper writing service
Nicely put. Thanks! paper writing paper writing
Regards, I like this. writing paper writing paper