Written By সঞ্জিত চক্রবর্তী
৩ দিন নিখোঁজ থাকার পর গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানার যোগেশ গঞ্জ এলাকার ঘটনা। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল (২৮)। দীর্ঘদিন ধরে এলাকায় বিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতো। গত ৩ দিন ধরে সন্ধ্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর বাবা গোবিন্দ মণ্ডল ও মা ঊষা রানী মণ্ডল পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। এরপর বুধবার সকাল ১১ টা নাগাদ যোগেশগঞ্জ এলাকায় ফাঁকা ধানক্ষেত থেকে সন্ধ্যার অর্ধনগ্ন দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেমনগর কোস্টাল থানার পুলিশ। তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
26th February, 2021 10:05 am
26th February, 2021 09:58 am
25th February, 2021 11:47 pm
25th February, 2021 08:14 pm