Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের মধ্যে বুধবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ আচমকাই রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ রাজভবন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বর্তমান প্রেক্ষিতে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের সম্পর্ক কার্যত তলানীতে। এই পরিস্থিতিতে ভোটের আগে রাজভবনে এদিন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে নবান্ন সূত্রে জানান হয়েছে এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল।