Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতায় একদিনে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা৷ তবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ তা স্বস্তেও কলকাতায় করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই৷ বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, কলকাতায় করোনায় একদিনে মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে৷ কিছুদিন আগেও এই দৈনিক সংখ্যাটা ১০ এর উপরে ছিল৷ তবে এই পর্যন্ত শুধু কলকাতায় করোনায় মৃতের সংখ্যা প্রায় তিন হাজার৷ তথ্য অনুযায়ী, ২,৯৯০ জন৷ অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায়ও একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে৷ তারফলে এই জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২,৩৭৯ জন৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় ২৬৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ এক সময় এই সংখ্যাটা প্রায় ৬০০ ছিল৷ তবে শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৬২৬ জন৷ এছাড়া উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২৪৩ জন৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১৮ হাজার ৮৭ জন৷ তবে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ কলকাতায় একদিনে ৩৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ তার ফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৯ হাজার ৬৯২ জন৷ আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮০ জন৷ এই জেলায় মোট ১ লক্ষ ১৩ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন৷ এই মূহুর্তে কলকাতা শহরে অ্যাক্টিভ আক্রান্তের (চিকিৎসাধীন) সংখ্যা কমে হয়েছে ১,৯৪৪ জন৷ মঙ্গলবার ছিল ২,০৩১ জন৷ গত ২৪ ঘন্টায় কমেছে ৮৭ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় অ্যাক্টিভ আক্রান্তের (চিকিৎসাধীন) সংখ্যাটা কমে হয়েছে ১,৭৬৮ জন৷ একদিনে কমেছে ৪৩ জন৷ বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২২ জনের৷ মঙ্গলবার ছিল ২৪ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৮৬৩ জন৷ তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার৷ ৫ জানুয়ারির তথ্য অনুযায়ী,বাংলায় মৃত্যুহার ১.৭৭ শতাংশ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২০৫ জন৷ হোম আইসোলেশনে ৭ হাজার ১২ জন৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ৭৬ জন৷ একদিনে আক্রান্ত ৮৬৮ জন৷ মঙ্গলবার ছিল ৮১২ জন৷ তারফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৫৭ হাজার ২৫২ জন৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,২৭১ জন৷ মঙ্গলবার ছিল ১,১৬৬ জন৷ সোমবার ছিল ১,৩৪৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩৮ হাজার ৫২১ জন৷ আর সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৬৪ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৯ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী, ৮ হাজার ৮৬৮ জন৷ মঙ্গলবার ছিল ৯ হাজার ২৯৩ জন৷ তুলনামূলক ৪২৫ জন কম৷ এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৭৩ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭৩ লক্ষ ১৫৪ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮১,১১৩ জন৷ একদিনে ৩৪ হাজার ১১৬ টি টেস্ট হয়েছে৷ মঙ্গলবার ছিল ৩০ হাজার ৭১২ টি টেস্ট হয়েছে৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৯ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷