Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্য সরকার প্রথম দফায় সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করেন এমন চিকিৎসকদেরও কোভিড টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ধরনের চিকিৎসকদের আগামী তিন দিনের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। সরাসরি স্বাস্থ্য দফতরে নাম পাঠানো ছাড়াও কো উইন অ্যাপ ডাউনলোড করে অথবা রাজ্য চিকিৎসক সংগঠনের মাধ্যমে তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে টিকাকরনের কাজ শুরু হতে পারে। প্রথম দফায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাই কর্মীর মত প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হবে।
শুক্রবার সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে করোনার টিকাকরণ-প্রক্রিয়ার মহড়া বা ড্রাই রান করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এরাজ্যে ভ্যাকসিন আসতে পারে। তাই জেলাগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা-সহ দেশের ৪ জায়গায় ভ্যাকসিন মজুত করার জন্য বড় কেন্দ্র তৈরি করা হয়েছে।, প্রথম দফায় ৭০ থেকে ৮০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাওয়া যেতে পারে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। প্রথম পর্যায়ে অতিরিক্ত ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদেরকেই টিকা দেওয়া হবে । এরপর প্রোটোকল অনুযায়ী বাকিদের দেওয়া হবে। রবিবার কোভিশল্ড ও কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই। রাজ্যের ৩ জায়গায় এরই মধ্যেই ভ্যাকসিনের ড্রাই রান চালানো হয়েছে। বিধাননগর পুরসভার অন্তর্গত দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত আর্বান প্রাইমারি হেলথ সেন্টার ফোরে, এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালে ওই মহড়া চালানো হয়। পরবর্তী পর্যায়ে গোটা রাজ্যে টিকাকরণের মহড়া দেওয়া হবে।