Written By টুটুন দাস
‘শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না।’ নেতাইয়ে দাঁড়িয়ে এভাবেই প্রাক্তন সতীর্থকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। একইসঙ্গে শুভেন্দুর ‘গড়ে’ দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে গেলেন, ‘ঝাড়গ্রামে চারটির মধ্যে চারটি আসনই আমরা জিতব।’ নেতাই দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এদিন শুভেন্দু-তৃণমূল দু’পক্ষই যুযুধান। শুভেন্দু যেমন অভিযোগ তুলেছেন, ভোটের আগে শহর থেকে নেতারা নেতাই আসেন। পাল্টা তৃণমূলেরও কটাক্ষ ‘বালুকাবেলায় জন্মে কেউ কেউ নিজেকে জঙ্গলমহলের ভূমিপুত্র’ বলে দাবি করে।
নেতাই দিবসে সকাল সকাল শহিদবেদীতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এরপরই স্থানীয় তৃণমূল তাদের কর্মসূচি শুরুর আগে সেখানে গঙ্গাজল ছিটিয়ে মুছে নেয়। অভিযোগ তোলে, এ বেদীতে ‘মীরজাফরের’ পা পড়েছে। তাই ‘শুদ্ধ’ করতে হল। বেলা বাড়তেই একে একে হাজির হন পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, ছত্রধর মাহাতো, অজিত মাইতিরা। নেতাইয়ে শহিদবেদীতে মাল্যদানের পর শহিদদের পরিবার ও আহতদের হাতে শাল, চেক তুলে দেন তাঁরা।