Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাংলায় ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিয়ের নামে ধর্মান্তকরণ বিরোধী বা লাভ জিহাদ আইন আনা হবে বলে হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি জনসভায় ওই জোনের বিজেপি’র পর্যবেক্ষক নরোত্তম মিশ্রের এই বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তাঁর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে শাসক তৃণমূল ও সিপিআইএম।
২০২১ বাংলা জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের মাঠে নামিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তাঁদের বিভিন্ন সাংগঠনিক অঞ্চল ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যেই অন্যতম হলেন নরোত্তম মিশ্র। শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এরই মধ্যে বেশ কয়েকবার বাংলায় এসেছেন। সংগঠনকে মজবুত করার লক্ষ্যে একাধিক জায়গায় সভা ও স্থানীয় ও রাজ্যস্তরের দলীয় নেতাদের নিয়ে বৈঠকও করছেন নরোত্তম মিশ্র।
এরকই বৃহস্পতিবার দুর্গাপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। বিভিন্ন ইস্যুর পাশাপাশি লাভ জিহাদ আইন আনার প্রসঙ্গও তোলেন তিনি। তিনি বলেন, ‘মধ্যপ্রদেশে বিয়ের নামে ধর্মান্তকরণ রুখতে লাভ জিহাদ বিরোধী আইন এনেছি আমরা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এখানেও এই আইন কার্যকর করা হবে।’ তাঁর এই ধরণের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘বাংলার সংস্কৃতিতে আঘাত হানছে বিজেপি। বাংলার মানুষ উত্তর ভারতের সংস্কৃতিকে মেনে নেবে না।’ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও নরোত্তম মিশ্রের বক্তব্যের বিরোধিতা করেছেন।
Many thanks. Excellent stuff! essay writers essay writer service
Realy lots of excellent info! Best Essay writing paper writing
Really plenty of superb info! essay Writer writing service
Youu actually suggested that really well! Best Essay writing write papers for me
Kudos! Pllenty of posts. Best Essasy writing buy your essay
Thanks a lot! Ample knowledge. Best Essay writing buy essay papr online