Written By দেবোপম সরকার
চুরির অভিযোগে গ্রেফতার পরিচারিকা। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের বিডি ১৭৫ নম্বর বাড়ির দোতলাতে কাজ করত অভিযুক্ত মহিলা সরস্বতী বাগদি। সরস্বতী নিউটানের তারুলিয়াতে এক বাড়িতে ভাড়া থাকত। বিডি ১৭৫ এর একতলাতে থাকেন এক বৃদ্ধ দম্পতি। অভিযোগ, দরজা খোলা থাকার সুজগ নিয়ে সরস্বতী তাঁদের ঘরে ঢোকে এবং আলমারি থেকে টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। জানুয়ারি ২ তারিখ পরিবারের পক্ষ থেকে বিধান নগর উত্তর থানাতে লিখিত আভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ৬ জানুয়ারি, তারিলিয়া থেকে সরস্বতীকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ। সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় পুলিশ। নিজেদের কাস্টাডিতে নিয়ে চুরি যাওয়া জিনিস উদ্ধারে নামে পুলিশ। এরই মধ্যে চুরি যাওয়া জিনিস উদ্ধার করেছে পুলিশ। সরস্বতীকে শনিবার পুনরায় বিধান নগর আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।