Written By সৌম্যকান্তি ত্রিপাঠি
আদিবাসী এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা থানার ইসলামপুরে। তদন্তের দাবিতে পথ অবরোধ। মৃতদেহে ক্ষতের চিহ্ন থাকায় ধর্ষণ করে খুনের অভিযোগ জানিয়েছে এলাকাবাসীরা। জানা গিয়েছে, মৃতার নাম মিনা কেঁড়ায়(৪০) বাড়ি বিরুনিয়া গ্রামে। রবিবার সাতসকালেই এই মৃতদেহ উদ্ধার করা হয় ডেবরা থানার ইসলামপুর এলাকা থেকে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডেবরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি মিনা। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধারের পর রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতা ওই মহিলা দিনমজুরের কাজ করতেন। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।
এদিকে এই ঘটনার প্রতিবাদে সঠিক তদন্তের দাবিতে ডেবরা সবং রাজ্য সড়কের গোদাবাজারে অবরোধ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি ঘটনাটি ধর্ষণ করে খুনের ঘটনা। তাই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে হাজির ডেবরা থানার পুলিশ।