Written By সঞ্জিত চক্রবর্তী
জাতির জনক মুক্তি সূর্য ও একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আবোজন করা হয় র্যালির। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মধ্য আরও সম্পর্ক সুদৃঢ় করার জন্য বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়।
বসিরহাট মহকুমার বসিরহাট ঘোজাডাঙা পানিতর সীমান্তে প্রায় ৪ হাজার কিলোমিটার সাইকেল র্যালি আজ রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। বিশেষ করে বাংলা, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই পাঁচটা রাজ্যের সীমান্তের জওয়ানরা সাইকেল র্যালি করবেন। সময় লাগবে ৬৫ দিন। এদিনের এই সাইকেল র্যালির সূচনা করেন ভারতীয় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, বাংলাদেশ বর্ডার গার্ড এর এমডি মহমুদ, সাতক্ষীরার ব্যাটেলিয়ানের পাঁচজনের প্রতিনিধি, ১৫৩ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্স দক্ষিণবঙ্গ অসীম কুমার সিং সহ সীমান্তে কর্মরত বিএসএফের আধিকারিক ও জওয়ানরা। ৭১, এর যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান এখনো পর্যন্ত ভুলতে পারেনি বাংলাদেশ সরকার। তা আরও একবার মনে করিয়ে দিলেন বিজিবি টু আইসি কমান্ডিং অফিসার মহিউদ্দিন ইসলাম। তাই বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সীমান্তবর্তী এলাকায় আরও সুরক্ষা নিরাপত্তার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় তৈরি করতেই এই উদ্যোগ।