Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
File Pic
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে এসবিএসটিসি। নতুন তিনটি রুটে বাস পরিষেবা চালু করছে তারা। ২৩ জানুয়ারি থেকেই নেতাজি, আজাদ হিন্দ ও জয়হিন্দ এক্সপ্রেস, এই তিনটি বাস পরিষেবা চালু করবে এই সরকারি পরিবহণ সংস্থাটি।
এরমধ্যে একটি মায়াপুর থেকে উত্তরবঙ্গের মধ্যে চালু হচ্ছে। যার নাম মায়াপুর-শিলিগুড়ি নেতাজি এক্সপ্রেস। এছাড়া টালিগঞ্জ থেকে একটি তারাপীঠ ও একটি জঙ্গলমহল বাস পরিষেবাও চালু করা হচ্ছে। তারাপীঠ পর্যন্ত বাস পরিষেবার নাম দেওয়া হয়েছে আজাদ হিন্দ এক্সেপ্রেস। টালিগঞ্জ-ঝাড়গ্রামের মধ্যে চলা বাসের নাম দেওয়া হয়েছে জয়হিন্দ এক্সপ্রেস। জানা গিয়েছে, মায়াপুর থেকে শিলিগুড়ি বাস পরিষেবা চালু করার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিকে সম্মান জানিয়ে ধর্মীয় স্থানের সঙ্গে উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রকে জুড়তে চালু হচ্ছে নেতাজি এক্সপ্রেস। সেদিনই কৃষ্ণনগরে একটি বাস টার্মিনাসের শিলান্যাসও করা হবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের বাস টার্মিনাসটির পরিকাঠামো গড়ে তোলার জন্য এরই মধ্যে রাজ্য সরকার ২৮ লক্ষ টাকা দিয়েছে। একইভাবে টালিগঞ্জ থেকে ঝাড়গ্রাম ও তারাপীঠের উদ্দেশে যাত্রা শুরু করবে যথাক্রমে জয়হিন্দ ও আজাদ হিন্দ এক্সপ্রেস। সংস্থার এমডি গোদালা কিরণ কুমার বলেন, ‘নেতাজিকে সম্মান জানাতে আমরা ২৩ জানুয়ারি তিনটি বাস পরিষেবা চালু করছি।’
বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে পুরোমাত্রায়। নেতাজির ১২৫ তম জন্মদিবসে কী কী করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। শুধু তাই নয়, ২৩ জানুয়ারি দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে ওই দিনটি জাতীয় ছুটি ঘোষণার দাবিও তুলেছেন তিনি।
উল্লেখ্য, এই মহান স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানাতে প্রধানমন্ত্রীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারও উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কলকাতায় এসে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁকে সম্মান জানানোর কথাও রয়েছে। এরমধ্যে অগ্রণী ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকারের অধীনস্থ পরিবহণ সংস্থা এসবিএসটিসি।