Written By সঞ্জিত চক্রবর্তী
পিকনিকের নৌকো উল্টে মৃত ১ পর্যটক। নিখোঁজ ২। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার চারঘাট টিপি অঞ্চলের ইছামতি খালে রবিবার পিকনিকের নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, কলকাতার ভবানীপুর থানা এলাকা থেকে একদল পর্যটক পিকনিক করতে এসেছিলেন। বিকেল পাঁচটা নাগাদ ৯, জনের একটি দল নৌকোয় উঠে নৌকা বিহারে যায় ইছামতি খালে। কিন্তু নৌকোটি উল্টে গিয়ে বেশ কয়েকজন খালের জলে পড়ে যায়। তার মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম সোমনাথ কর্মকার। তিনি পিজি হাসপাতালের গ্রুপ ডি কর্মী। থাকেন ভবানীপুর এলাকায়। এখনও নিখোঁজ রয়েছেন দুই যুবক। এদের বয়স ২৫ থেকে ৩০এর মধ্যে। কি করে এই দুর্ঘটনা হল জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।