Written By দেবাশিস সেনগুপ্ত
লোকমুখে এক সময় প্রচলিত ছিল সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। কিন্তু এখন যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে সেকথা আর বলা না গেলেও পৌষ সংক্রান্তির গঙ্গাসাগর মেলা আজও তার কৌলিন্য হারায়নি। করোনার আবহের মধ্যেই এবারের গঙ্গাসাগর মেলা শুরু হল। এরই মধ্যে বেশ কিছু পূর্ণার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে।
অন্যান্য বছর এই সময়টায় মেলায় পূণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। বর্তমান কোভিড পরিস্হিতির কথা বিবেচনা করে অনেকেই হয়ত সাগরমুখী হচ্ছেন না। তাই এই বছর হয়তো তেমন ভিড় দেখা যাবে না। তবে মেলার আয়োজনে কোন কৃপণতা রাখেনি রাজ্য সরকার।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয়েছে সেফ হোম, বৃদ্ধি করা হয়েছে ডাক্তার ও নার্সের সংখ্যা। ব্যবস্হা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাস, এমনকি যাত্রী পরিবহনের পর স্যানিটাইজ করা হচ্ছে যাত্রীবাহি গাড়ি গুলিকেও। এখনও পর্যন্ত মেলায় তেমন ভিড় না হলেও মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে মেলা চত্বর। তার সৌন্দর্য্য প্রকাশ পেয়েছে আলোক সজ্জায়। এমনকি কপিল মুনির মন্দিরও সেজে উঠেছে নতুন রূপে। তবে এ বছর প্লাস্টিক আবর্জনার ওপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে মেলার দোকানদারদের দেওয়া হয়েছে কাগজের প্যাকেট। কোভিড পরিস্হিতিতে লকডাউনের ফলে চরম আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে সাগর মেলাকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছিলেন যে সকল ব্যবসায়ী পুন্যার্থী সমাগমে তা কতটা ফলপ্রসূ হবে তা বোঝা যাবে আগামী দিন গুলি। তবে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা, ও সাবধানতার সব রকম ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।