Written By রাজু দাস
সুন্দরবনে পর্যটকের লঞ্চে আগুন ঘিরে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সুন্দরবনের দয়াপুরে। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ১টি লঞ্চে হঠাৎ করে আগুন ধরে যায়। এই ঘটনায় কোনো পর্যটকের ক্ষতি না হলেও ওই লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। লঞ্চটিতে রাত ১১টা নাগাদ আগুন লাগে। সেই সময় দয়াপুরে ১টি হোটেলের ঘাটে পর্যটকদের নামিয়ে লঞ্চে রান্নার কাজ করছিলেন রাঁধুনি ও লঞ্চের কর্মীরা। সেই সময় হঠাৎ গ্যাস সিলিণ্ডার ফেটে আগুন ধরে যায়। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিভলেও লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।