Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
' স্যাক্রেড গেমস ' খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের পরবর্তী ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরিকে। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও অদিতি। ওয়েব সিরিজটির নাম ' স্টারডাস্ট '. ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ' দঙ্গল 'খ্যাত অভিনেতা অপরাশক্তি খুরানাকেও। শোনা যাচ্ছে, এই ছবি গল্প বলবে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের পরিবেশের আড়ালে আবডালে লুকিয়ে থাকা রাজনীতি,হিংসা নিয়ে। রুপালি জগতের অন্দরের নানা কিসসার সঙ্গে নাকি দর্শক দেখতে পারবেন নানা রঙের ' বিহাইন্ড দ্য স্ক্রিন ' এর কথাও। তবে দাবি করা হয়েছে ' স্টারডাস্ট ' এর গল্প ফিল্ম ইন্ডাস্ট্রির নানান ঘটনা অবলম্বনেই বোনা হয়েছে। ছবির প্রেক্ষাপট চার এর দশক থেকে শুরু হয়ে গড়াবে আটের দশক পর্যন্ত। সূত্রের খবর, ৮ কিংবা ৯টি এপিসোড জুড়ে বলা হবে এই ছবির গল্প।
প্রসঙ্গত, ২০২০ সালেই শুরু হওয়ার কথা ছিল এই ছবির শ্যুটিং। কিন্তু করোনার কারণে স্বাভাবিকভাবেই সেইসব পরিকল্পনা বাতিল হয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজ তা নিয়ে এখনও খোলসা করেননি কোনও পক্ষই।