Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মুক্তি পেল ' দ্য ইমমর্টাল অশ্বত্থমা ' এর ফার্স্ট লুক। সৌজন্যে,ভিকি কৌশল। এদিন ইনস্টাগ্রামে তাঁর পরবর্তী ছবি ' দ্য ইমমর্টাল অশ্বত্থমা ' এর দু'দুটো টাটকা নতুন ফিল্ম পোস্টারের ছবি আপলোড করলেন ভিকি। এদিন অবশ্য ভিকি কৌশল অভিনীত সুপারহিট ছবি ' উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক '-ও দ্বিতীয় বছরে পা দিল। ' অশ্বত্থমা ' এর গল্পের দুটি পোস্টারই শুধু ফিউচারিস্টিকই নয়, সঙ্গে ভিএফএক্স এও ভরপুর। ছবিতে জুড়ে থাকা নীল রং যে পোস্টারের রহস্যময়তা যে আরও বাড়িয়েছে অনেক গুণ, সেকথা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে,মোট তিনটি ছবি মুক্তি পাবে এই 'অশ্বত্থমা ' সিরিজের।
ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে একজন মানুষ এক বিরাট দৈত্যকার রোবটের হাতের আঙুলের ডগায় দাঁড়িয়ে রয়েছেন। এলোমেলো চুলের সঙ্গে হাওয়ায় উড়ছে তাঁর পরনের পোশাকও। হাতে ধরা অস্ত্র থেকে ঠিকরে বেরোচ্ছে বিদ্যুতের মতো চোখ ঝলসানো আলো। অন্য একটি পোস্টারে দেখা যাচ্ছে বিরাট এক কষ্টিপাথরের শিবমূর্তির সামনে মাথার ওপর হাতে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই একই ব্যক্তি। আর তাঁর হাতে ধরা সেই অস্ত্র থেকে ঠিকরে বেরোচ্ছে চোখ ধাঁধানো নীলচে আলো।ছবির পোস্টার দুটির সঙ্গে ক্যাপশনে নিজের উচ্চ্বাস লুকিয়ে রাখেননি ভিকি। ' দ্য ইমমর্টাল অশ্বত্থমা ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ' উরি ' খ্যাত পরিচালক আদিত্য ধর। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।