Written By সৌম্যকান্তি ত্রিপাঠি
৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্থ জখম বাইক আরোহীকে নিজ দায়িত্বে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। প্রসঙ্গত, সোমবার বেলদাতে রেলের বিরুদ্ধে একটি বিক্ষোভ সামিল হয়েছিলেন বিধায়ক। বিক্ষোভ কর্মসূচি সেরে দাঁতনে বাড়ি ফেরার পথে কেশিয়াড়ি থানার কলাবনীতে দেখতে পান দুর্ঘটনায় জখম হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক বাইক আরোহী। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে সেই যুবককে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। জখম যুবকের নাম তাপস মুদি (৩৩)। বাড়ি বেলদা থানার রানীসরাইতে। জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিধায়কের এই মানবিক অবস্থান প্রশংসার দাবি রাখে। যদিও বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জানান, এটা কোন কৃতিত্বের কাজ নয়, এটা তাঁর কর্তব্য। ওই যুবক দ্রুত সুস্থ হয়ে উঠুন, তাই তিনি চান।
26th February, 2021 10:05 am
26th February, 2021 09:58 am
25th February, 2021 11:47 pm
25th February, 2021 08:14 pm