Written By সৌম্যকান্তি ত্রিপাঠী
হাওড়া লোকাল ট্রেন পুনরায় চালুর দাবিতে জোড়া বিধায়কের উপস্থিতিতে স্টেশন মাস্টারকে ঘেরাও। করোনা কালে দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর বিভিন্ন প্রান্তের পাশাপাশি খড়গপুর ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও বেলদা স্টেশন থেকে বেলদা হাওড়া লোকাল ও জলেশ্বর লোকাল চালু হয়নি। আবার রেল কর্তৃপক্ষকে দাবি জানিয়েও কোন সুরাহা না হওয়ায় সোমবার বেলদা স্টেশনে স্টেশন মাস্টারকে ঘেরাও করে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান কর্মসূচি নেয় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। আন্দোলনকারীদের দাবি, দেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকাল ট্রেন চালু হলেও বেলদা স্টেশন থেকে বেলদা হাওড়া লোকাল চালু হয়নি। ফলে প্রতিনিয়ত ওই এলাকায় থাকা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে রেল পরিষেবা থেকে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে আগামী ১৫ জানুয়ারি খড়গপুরে ডিআরএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করবেন। এদিনের এই কর্মসূচিতে নারায়ণগড় বিধানসভার বিধায়ক প্রদ্যোৎ ঘোষ ও দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান উপস্থিত থেকে এই কর্মসূচিকে সমর্থন করেন। মূলত বেলদা- হাওড়া লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবি সহ অন্যান্য আরো বেশ কয়েকটি দাবিও তাঁরা পেশ করেন।