Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্যজুড়ে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের তরফ থেকে দার্জিলিং থেকে ২৪ পরগনা, পাহাড় থেকে জঙ্গলমহল, সর্বত্র পালিত হল এই বিশেষ দিন। বিভিন্ন জেলার সরকারি আধিকারিক,অফিসার থেকে পদস্থ কর্মীরা স্বামী বিবেকানন্দের মূর্তি এবং প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও স্বামীজীকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিভিন্ন জায়গায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়l বিবেকানন্দের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সমাজসেবী সংগঠন নানান অনুষ্ঠানের অয়োজন করেন।