Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সম্প্রতি, ছোটপর্দার জনপ্রিয় কমেডি শো ' দ্য কপিল শর্মা শো '-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন এবং অজয় দেবগন। সেই শোয়ের অন্যতম সঞ্চালক অর্চনা পূরণ সিং শো চলাকালীন গল্প আড্ডার মেজাজে একটি পুরোনো ঘটনা শেয়ার করলেন। শোয়ের ফাঁকে হাসতে হাসতে অর্চনা বলে ওঠেন অভিষেকের ছোট্টবেলার দুস্টুমির একটি কিসসা। অর্চনার কথাতেই জানা যায় বহু বছর আগে বচ্চনদের বাংলোয় আয়োজিত একটি পার্টিতে আমন্ত্রিত হয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর পার্টি চলাকালীন সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছিলেন। অমিতাভ এবং জয়া বচ্চনও ছিলেন আশেপাশেই। এমন সময় হঠাৎ করে ছোট্ট অভিষেক ছুটে এসে পিছন থেকে এক ধাক্কা মারেন অর্চনাকে। স্বাভাবিকভাবেই এই ' সারপ্রাইজ ' পেয়ে নিজেকে সামলাতে পারেননি এই অভিনেত্রী। টাল সামলাতে না পেরে সটান গিয়ে তিনি পড়েন সুইমিং পুলের জলে। একে এই ব্যাপার তার ওপর সেদিন তিনি পড়েছিলেন ছোট্ট একটি স্কার্ট। কাজেই অস্বস্তির সঙ্গে মুশকিল আরও বাড়ে অর্চনার। অন্যদিকে, অমিতাভ ও জয়া দু'জনেই একাধিকবার অর্চনার কাছে এসে এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চান। পাশাপাশি অর্চনাকে নিজের পোষাকও অফার করেন অমিতাভ যা তাঁর ঘরে ছিল। তবে স্বাভাবিকভাবেই অর্চনা ' বিগ বি '-র সেই প্রস্তাব বাতিল করেছিলেন,কারণ ' সিনিয়র বচ্চন ' এর পোষাকের সাইজ তাঁর থেকে যে অনেকটাই বড়।
তবে ঘটনার শেষ এখানেই নয়। অর্চনার বলা এই গল্পের পাদপূরণ করেন মঞ্চে উপস্থিত থাকা অভিষেক স্বয়ং। হাসতে হাসতে ' জুনিয়র বচ্চন ' জানান যে এটি সেই ঘটনার এক পিঠ। অন্য পিঠে তিনিও ওই ছোট্ট বয়সেই সেই ঘটনার দিন বেশ কিছু অভব্য ও অশ্লীল শব্দ শিখে ফেলেছিলেন অর্চনার সৌজন্যে। কারণ ছোট্ট অভিষেকের সেই কাণ্ডের ফলে জলে পড়ে গিয়ে বেশ কিছু ' দারুণ ' শব্দ বেশ জোরেই অর্চনার মুখ থেকে ছিটকে বেরিয়ে এসেছিল,যা শোনামাত্রই ছোট্ট অভিষেকের বুঝতে বাকি থাকেনি সেইসব শব্দ কী হতে পারে। তাছাড়া, অমিতাভ ও জয়া দু'জনেই যে তাঁকে সেদিন স্রেফ মারতে বাকি রেখেছিল সেকথাও অকপটে স্বীকার করেন তিনি।