Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত সাংসদ শিশির অধিকারী। পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন অখিল গিরি। এর আগে পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ভাইস চেয়ারম্যান হয়েছেন তরুণ জানা। শিশির অধিকারী অবশ্য ‘এই বিষয়ে আমার কিছু জানা নেই’ বলেই জানিয়েছেন। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই অধিকারী পরিবারের বিপরীত মেরুতে অবস্থিত অখিল গিরিকেই আঁকড়ে ধরে মেদিনীপুরে সংগঠন ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অখিল গিরি এই বিষয়ে জানান, ‘দিঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটির কাজ থমকে আছে। শিশির অধিকারী সেই ভাবে কাজ করছেন না। সেই কারণেই তাঁকে সরানো হল।’
অখিল গিরি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারীর দলত্যাগ কোনও কারণই নয়, শিশিরবাবু সাম্প্রতিক কালে কোনও বৈঠকই ডাকেননি, কাজও করেননি। সক্রিয়তার অভাবে কাজ আটকেছিল।’
যদিও তৃণমূলের নিচুতলার কর্মীরা মনে করছেন শুভেন্দু-সৌমেন্দু দল ছা়ড়লেও একটিও শব্দ প্রকাশ্যে উচ্চারণ করেননি শিশিরবাবু। সেই নিয়ে ক্ষুব্ধ ছিল দলের শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।