Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এমনিতেই ' ডেডপুল ' বাকি সুপারহিরোদের থেকে আলাদা। তাঁর চলন-বলন, কথা ধরণ মোটেই তথাকথিত সুপারহিরোসুলভ নয়। আচরণ তো নয়ই। তা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা ঈর্ষণীয় বাকি সুপারহিরোদের কাছে। ' ডেডপুল ' সিরিজের প্রথম দুটি ছবি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে। এবার আসতে চলেছে ' ডেডপুল ৩ '।তবে এই ছবি যে তার প্রিক্যুয়েলগুলোকে কয়েক গোল দেবে সেকথায় এতদিনে সিলমোহর পড়ল। আর তা দিলেন হলিউডের অন্যতম বিরাট ছবি নির্মাতা সংস্থা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ওরফে এমসিইউ এর প্রধান কেভিন ফেইজ।উল্লেখ্য,এই কেভিন ফেইজ ‘আয়রন ম্যান’ থেকে শুরু করে ‘অ্যাভেঞ্জারসঃ এন্ডগেম’ পর্যন্ত সব ছবির প্রধান প্রযোজক।
অন্যদিকে, সোজা কথায় ' ডেডপুল ৩ ' হতে চলেছে মার্ভেল এর প্রযোজনায় প্রথম ' আর রেটেড ছবি ' অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ছবি। প্রসঙ্গত উল্লেখ্য, ' ডেডপুল ' এর চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস। মারকাটারি একশনের পাশাপাশি প্রধানত তাঁর স্মার্ট ও মুখের ওপর জবাব দেওয়ার দক্ষতায় মুগ্ধ দর্শক। এর ওপর রয়েছে ডেডপুলের তীব্র রসবোধ এবং অশ্লীল সংলাপ। কিন্তু এই ছবিতে যে এবার সেসব আরও কয়েকগুণ বেশি হাজির হবে, তাও এবার জানা গেল।