Written By অরিন্দম ঘোষ
সাগর মেলায় অসুস্থকে তীর্থ যাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হল হাওড়ায়। জানা গেছে, সাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছর বয়সের মুকুল গিরি ও মৃত্যুঞ্জয় বর। তাঁরা গঙ্গাসাগর এলাকার বাসিন্দা। সকালে বুকে ব্যথা নিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে সেখান থেকে তাঁদের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে। সেখান থেকে আম্বুলেন্সে করে গ্রিন করিডোরের মাধ্যমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। গত বছরে মুখ্যমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন। উল্লেখ্য, গত বছরে ভিন রাজ্যের এক বাসিন্দা সহ কয়েকজন মেলা প্রাঙ্গনে অসুস্থ হয়ে পড়লে এই পরিষেবার মাধ্যমে তাঁদের জীবন রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন।
We stumbled over here by a different website and thought I should check things out. I like what I see so now i'm following you. Look forward tto looking over your web page yet again. https://works.bepress.com/researchpapertopicsoncambodia/9/ best es