Written By সঞ্জিত চক্রবর্তী
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকার কৈ মাছ গলায় আটকে মারা গেলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ হাসনাবাদের হরিকাটি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম গফফর গাজী(৩০)। জানা গেছে, গফফর গাজী নামে ওই ব্যক্তি পাশের একটি পুকুরে মাছ ধরতে যায়। প্রথমে একটি কৈ মাছ গালের ভিতর রেখে পুনরায় মাছ ধরতে গেলে কৈ মাছটি পিছলে গলায় আটকে যায়। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।