Written By দেবোপম সরকার
২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যে কলকাতা থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। পশ্চিমবঙ্গ সরকারের হাসপাতাল সাপ্লাইয়ের গাড়িতে করে পাচার হচ্ছিল। পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। রাজারহাটের ওমরআটি থেকে অভিযুক্তদের গ্রেফতরা করে পুলিশ। ধৃত দু'জনের নাম হল অমিত মণ্ডল ও আনারুল মণ্ডল। দুজনই বসিরহাটের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নাকা চেকিং চলার সময় গভীর রাতে পশ্চিমবঙ্গ সরকারের হসপিটাল সাপ্লাইয়ের একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটিকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ির মধ্যে থাকা দুজন পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। প্রথমে বলা হয় কাপড়ের জিনিস আছে। এরপরে পুলিশ গাড়িতে তল্লাশি চালালে দেখা যায় গাড়ি ভর্তি কাগজের পেটি রয়েছে। পেটি খুলতেই দেখা যায় সেখানে রয়েছে নিষিদ্ধ শব্দ বাজি। এরপরে গাড়ি এবং গাড়িতে থাকা দু'জনকে থানায় নিয়ে আসা হয়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিষিদ্ধ শব্দবাজি গুলি। মূলত পুলিশের চোখে ধুলো দিতেই এবং কোথাও যেন তাদের বাধা পেতে না হয়, সেই কারণেই ইমারজেন্সি সার্ভিসের মধ্যে থাকা হাসপাতাল সাপ্লাইয়ের স্টিকার লাগানো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বজবজের নুঙ্গি মার্কেট থেকে এই বাজি নিয়ে বসিরহাট হয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার ছক ছিল তাদের।