আর কতো লাঞ্ছনা সইতে হবে ট্রাম্পকে! তাঁর হাত থেকে সম্মান নিতে চাইছেন না পুরস্কার প্রাপক?
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অন্যতম পুরস্কার প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডাম গ্রহণের করতে চাইলেন না জাতীয় ফুটবল লীগের নির্বাচিত সেরা কোচ বিল বেলিচেক।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে এই পুরস্কার গ্রহণের প্রস্তাব পাঠিয়ে ছিলেন, কিন্তু আমি তা গ্রহণ করবো না।
মার্কিন কংগ্রেস ভবনে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকদের হামলার প্রতিবাদে তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন বলে জানা গেছে ।
নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস টিমের কোচ বেলিচক বলেন, " আমাকে যখন প্রথম এই মেডেলটি পাওয়ার খবর জানতে পারি , তখন আমি আনন্দ পেয়েছি। কারণ এর আগে যারা এই পুরস্কার নিয়েছেন, তারা অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন।
মার্কিন বেসামরিক নাগরিকদের দেয়া সর্বোচ্চ পদক হচ্ছে প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডাম। কংগ্রেস ভবনে ট্রাম্পের উগ্র-সমর্থকেরা তাণ্ডব চালানোর পর পুরস্কার নেবেন না বলে মনঃস্থির করেন এই কোচ।
ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এর আগে অবশ্য ট্রাম্পের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করেছিলেন যুক্তরাষ্ট্রের এই সেলিব্রেটি কোচ। সেইসময় এক বিবৃতিতে তিনি বলেন, "সম্প্রতি আমাকে প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডাম নেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এতে আমি আনন্দিত হয়েছিলাম। কিন্তু গত সপ্তাহে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যে সিদ্ধান্ত নেয়া হয়েছে; তা পুরস্কার নেওয়ার কথা আর ভাবা যায় না।"
রেকর্ডসংখ্যক ছয়টি সুপার বোল খেতাব পেয়েছেন বেলিচিক। এনএফএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন বলে মনে করা হয় তাকে।
আমেরিকার নিরাপত্তা বা জাতীয় স্বার্থে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডাম দেয়া হয়।
২০১৯ সালে গলফ খেলোয়াড় টাইগার উডসকে এই পুরস্কার দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া রেডিও ব্যক্তিত্ব রুশ লিমবাগ ও এলভিস প্রিসলিকে মরণোত্তর এই পুরস্কার দেয়া হয়েছে।
কিন্তু ট্রাম্প এখন তাঁর বন্ধুদের কাছেও গ্রহনযোগ্য ব্যক্তিত্ব নন। জনপ্রিয়তা খুইয়েছেন দ্রুত। তাই দেশের দেওয়া সেরার সম্মান এখন আর তাঁর হাত থেকে নিতে নারাজ কেউ কেউ।
12th January, 2021 05:20 pm