Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
খুব শিগগিরই নতুন স্বীকৃতি পেতে চলেছে কালীঘাটের মন্দির। পেতে চলেছে সোনার মুকুট। ভারতের বিখ্যাত মন্দিরগুলোর ক্ষেত্রে সোনার মুকুট পাওয়া নতুন কোনও ঘটনা নয়। এর আগে তিরুপতির মন্দির, সিরিডি সাঁই মন্দির সোনার মুকুটের স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন হতে চলেছে কলকাতার কালীঘাটের মন্দির। মন্দিরে সোনার মুকুট স্থাপনের ক্ষেত্রে বড়সড় কোনও কর্পোরেট সংস্থা এগিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। এরমধ্যেই মন্দির এবং কর্পোরেট সংস্থার মধ্যে এ ব্যাপারে কথাবার্তাও শুরু হয়ে গেছে বলে খবর।
কালীঘাটের মন্দিরে সোনার মুকুট স্থাপনের পর সেটি দেশের অন্যান্য বিখ্যাত মন্দিরের সমতুল্য হয়ে উঠবে। কালীঘাটের মন্দির সূত্রের খবর, এরই মধ্যে কর্পোরেট সংস্থার সঙ্গে মন্দির কর্তৃপক্ষ কথাবার্তা শুরু করে দিয়েছে। আলোচনায় রয়েছে মন্দিরের সোনার মুকুট স্থাপনা এবং সেই সংক্রান্ত পরিকাঠামো নির্মাণ। মন্দির কর্তৃপক্ষের খবর অনুযায়ী, কর্পোরেট সংস্থাটিকে এরই মধ্যে পুরো কাজের খসড়া জমা দেওয়ার কথা বলা হয়েছে। খসড়া প্ল্যানিং পাওয়ার পর পুরো ব্যাপারটি পর্যালোচনা করবে মন্দির কর্তৃপক্ষ। রাজস্থান থেকে বিশেষ মার্বেল টাইলস এনে সোনার মুকুট স্থাপনার কথাও ভাবছে মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য,মন্দির নতুন করে তৈরির পর মন্দিরের ভিতরেও ওই মার্বেল বসানো হবে। শেষ পর্যন্ত মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলে মন্দিরে আগত দর্শনার্থীদেরও সুবিধের দিকে বিশেষ নজর রাখা হবে বলেই মনে করা হচ্ছে।