Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ যত শেষের দিকে এগোচ্ছে, ভারতীয় দলের চোট-আঘাত তত বাড়ছে। এবার পেটের পেশিতে টান ধরায় ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের এক নম্বর বোলার যশপ্রীত বুমরা। মঙ্গলবার বুমরার পেটের পেশির স্ক্যান করা হয়েছে। পেশি ছিঁড়েছে সে রকম কিছু পাওয়া যায়নি। তবে আবার ব্রিসবেনে খেলালে যদি ম্যাচের মধ্যেই পেশি ছিঁড়ে যায় তাহলে তো বিরাট সমস্যা হবে। পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে ফিরেই দেশের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে চার টেস্টের সিরিজ। সেখানে যাতে ফিট বুমরাকে পাওয়া যায়, তাই ব্রিসবেনে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে বুমরাকে না খেলানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সোমবার সিডনিতে দুরন্ত ব্যাটিং করা রবিচন্দ্রন অশ্বিনের পিঠের ব্যথাও বেড়েছে। ব্রিসবেনে তাঁর খেলার সম্ভাবনাও ক্রমশ কমছে। এরই মধ্যে আবার নেট প্র্যাক্টিসে মায়াঙ্ক আগরওয়ালের আঙুলে লেগেছে। এখনও জানা যাচ্ছে না তিনি না খেলার মতো অবস্থায় পৌছেছেন কি না। সব মিলিয়ে ব্রিসবেনে ভারতের টিম গড়াই সমস্যার। বিশেষ করে বোলিং বিভাগের অবস্থা তো খুবই খারাপ। শেষ পর্যন্ত যদি অশ্বিন পিঠের ব্যথায় কাবু হয়ে টিমের বাইরে চলে যান, তাহলে ভারতের হাতে আছে মাত্র পাঁচ বোলার। চার পেসার-- মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন। স্পিনার বলতে বাঁহাতী চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। আর ব্যাটসম্যান থাকবেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ। সঙ্গে দুই ব্যর্থ ওপেনার পৃথ্বি শ এবং মায়াঙ্ক আগরওয়াল। আর থাকবেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। সব মিলিয়ে এগারোজন ফিট প্লেয়ার নামানোই সমস্যা ভারতের। সিরিজের শুরু থেকে একের পর এক ক্রিকেটার ছিটকে গেছেন চোটের জন্য। মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, হনুমা বিহারির পর এবার যশপ্রীত বুমরা। আর পিতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন বিরাট কোহলি। একটা টিমের সাতজন ক্রিকেটার যদি বিভিন্ন কারণে টিমের বাইরে চলে যায়, তাহলে টিম গড়তে কী সমস্যা হয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। সিরিজ এখন ১-১। ব্রিসবেনেই সিরিজের ফয়সালা হওয়ার কথা। আর ব্রিসবেন হচ্ছে সেই টেস্ট সেন্টার যেখানে অস্ট্রেলিয়া ১৯৮৭-৮৮-র পর কোনও ম্যাচ হারেনি। কিন্তু ভারত তো ম্যাচে নামার আগেই হেরে বসে থাকার অবস্থায়। দলে মোটে পাঁচ বোলার। এদের মধ্যে পেসার চারজন। যারা সব মিলিয়ে খেলেছেন মাত্র চারটি টেস্ট। সিরাজ দুটি, নভদীপ একটি ও শার্দুল একটি (বল করেছেন মাত্র ১,১ ওভার)। নটরাজন এখনও টেস্ট খেলেননি।
এরই মধ্যে মঙ্গলবার ভারতীয় দল সিডনি থেকে ব্রিসবেনে পৌছে গেল। চতুর্থ টেস্ট ব্রিসবেনে শুরু ১৫ জানুয়ারি।