Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রতীকী ছবি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে প্রেমিক ও তার বন্ধুদের হাতে ধর্ষণের শিকার এক কিশোরী। শুধু ধর্ষণ নয়, সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে কিশোরীকে। যোগীরাজ্যে চলতি মাসেই ফের একবার ধর্ষণের ঘটনা। এবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বরেলিতে। কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত প্রেমিক। তারপর থেকেই ঘটনার শুরু। এক বছর ধরে ধর্ষণ এবং সেই ধর্ষণের ভিডিও তুলে ব্ল্যাকমেল কিশোরীকে করছিল তাঁর প্রেমিক। এমনকি ব্ল্যাকমেল করে প্রেমিকের বন্ধুরাও তাঁকে ধর্ষণ করেছিল। এরপর অভিযুক্তদের একজন নতুন বছরের ১ জানুয়ারি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। বিষয়টি জানাজানি হতেই কিশোরীর পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বরেলি পুলিশ তদন্ত শুরু করেছে।