Written By শাজাহান আলি
হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানার খড়িগেড়িয়া এলাকাতে। মৃতার নাম গীতা ঘোষ (৪৫)। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল থেকে দলছুট ১টি হাতি চন্দ্রকোনা এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে। হাতিটি চন্দ্রকোনা থেকে আনন্দপুর এলাকায় প্রবেশ করে ও বিভিন্ন জায়গায় হামলা শুরু চালায়। কয়েকজন যখম হন।এছাড়া মৃত্যু হয় ১ মহিলার। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বনদফতর হাতিটিকে এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি।