Written By সঞ্জিত চক্রবর্তী
বসিরহাট মহকুমা ক্রিয়া সংস্থার তরফে ক্রীড়া প্রতিভা অন্বেষণে অভিনব উদ্যোগ নেওয়া হল। এই মহকুমার সীমান্ত সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে প্রতিভার খোঁজে এবার ভারতীয় তথা বাংলার কালজয়ী অ্যাথলেটিকরা। এশিয়ান পদকজয়ী রাজ্যের সোনার মেয়ে ভারতি দেবনাথ, রিনা দে ,মহকুমার প্রায় ১৪০০, প্রতিযোগীর ৭২ টি, ইভেন্টে তাদের প্রতিভার বিচার করবেন। এই প্রতিযোগিতা চলবে ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতা চলাকালীন ১২ দিন ধরে সব প্রতিযোগীকে পুষ্টিকর খাবার, থাকার ব্যবস্থা, খেলার নানারকম সরঞ্জাম বিনা পয়সায় দেওয়া হচ্ছে। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থা দফতরের তরফে এই ধরনের প্রথম উদ্যোগ চালু করলেন ক্রীড়া সংস্থা সম্পাদক বরুণ ভট্টাচার্য, দীপ সরকার সহ বসিরহাটের বিশিষ্ট ক্রীড়াবিদরা। এদেরকে অনুপ্রাণিত করতে আসেন মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস। ভারতীয় অ্যাথলেটিক রিনা দেবনাথ বলেন, ‘এই প্রথম এরকম একটা কর্মযজ্ঞ দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা যখন ১৯৯২ সাল থেকে খেলা শুরু করেছি ঠিকমতো পুষ্টিকর খাবার পেতাম না, ঠিক করে প্রতিদিন খাওয়াও হতো না। অর্থনৈতিক দিক দিয়েও খুবই দুর্বল ছিলাম। পয়সার অভাবে বেশিদূর যেতে পারিনি। এই প্রতিযোগিতা তাঁদের অনেকটাই এগিয়ে দেবে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভারা আগামী দিনে যেন বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করতে পারে আমরা তার কামনা করি। অভিভাবকদের কাছে আমার একটাই আবেদন ছেলে মেয়েদের আরও বেশি করে মাঠমুখী করুন। ছেলেমেয়েরা মোবাইল ফোন টিভির দিকে ঝুঁকছে, যার ফলে ব্রেন ব্লক হচ্ছে। সেখানে মাঠমুখী হলে তাদের শারীরিক গঠন ও মানসিক বিকাশ ঘটবে। এই উদ্যোগ বজায় রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’