Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রত্যাশামতোই এবার পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে। বুধবার দলের তরফে পূর্ব মেদিনীপুরের নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। আর সেখানেই সভাপতি পদ থেকে শিশিরবাবুকে সরিয়ে দেওয়ার কথা জানা যায়। নতুন সভাপতি হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা পিংলার বিধায়ক সৌমেন দাস মহাপাত্র। তবে শিশির অধিকারীকে নতুন কমিটিতে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক রীতি অনুযায়ী সভাপতিই জেলা কমিটি পরিচালনা করেন। সেখানে চেয়ারম্যান নামেই থাকেন তাঁর কোনও ক্ষমতা নেই বললেই চলে।
পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে এতদিন অধিকারী পরিবারের ‘বিরোধী’ বলেই পরিচিত ছিলেন সৌমেন দাস মহাপাত্র। উল্লেখ্য, অধিকারীদের আপত্তিতেই ২০১৬ সালের বিধানসভা ভোটে তমলুক আসন থেকে সরিয়ে সৌমেন দাস মহাপাত্রকে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পাঠানো হয়। এবার অধিকারী পরিবারের দুই ছেলে বিজেপিতে যোগ দেওয়ার ফলে সেই পিংলার বিধায়ককেই পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব দিয়ে প্রকারন্তরে অধিকারী পরিবারকেই বার্তা দিল তৃণমূল শীর্ষনেতৃত্ব। একই সঙ্গে জেলা সংগঠনের কো-অর্ডিনেটর করা হয়েছে অধিকারী পরিবারের আরেক বিরোধী বলে পরিচিত মামুদ হোসেন, শেখ সুফিয়ান, গৌরমোহন দাস ঠাকুরদের। রয়েছেন অধিকারীদের বিরোধী রামনগরের বিধায়ক অখিল গিরিও। তাঁকে নতুন কমিটিতে কো-অর্ডিনেটর করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিশির অধিকারীকে সরিয়েই এই অখিল গিরিকেই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।