Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মঙ্গলবার রবীন্দ্রসদনে প্রদর্শিত হলো তার ওপর এক তথ্যচিত্র 'ভুবনময় ভানু'।
৪০ মিনিটের এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন মার্কিন নিবাসী বাঙালি পরিচালক বাবলি চক্রবর্তী। বাবলি মার্কিন মুলুকে বাংলা ছবির প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। এই জনপ্রিয় কৌতুক অভিনেতা জন্মশতবর্ষে তাই তিনি লকডাউনের মধ্যে মার্কিন দেশে বসে এই তথ্যচিত্র তৈরি করার প্রয়াস শুরু করেন। কলকাতা থেকে অভিনেতা প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, শাশ্বত চট্টোপাধ্যায় ও ভানু পুত্ররা এবং কন্যা তাদের নিজস্ব বক্তব্য ভিডিও রেকর্ড করে আমেরিকায় বাবলির কাছে পাঠান। ভানুবাবুর বিভিন্ন ছবির নানান ক্লিপিং দিয়ে সেগুলি তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। বিদেশে থেকেই বাবলির তত্ত্বাবধানে কলকাতাতে এই ছবি সম্পাদনা করা হয়। ছবিটিতে ভয়েস ওভার দেন অংশুমান। হাস্যকৌতুক এই শিল্পীর জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে তথ্যচিত্রে। অনেকেই জানেন যে ভানুবাবুর আসল নাম ছিল সন্ময় বন্দ্যোপাধ্যায়। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। সিনেমাযই ছিল তার ধ্যান-জ্ঞান। ফুটবল নিয়েও ছিল তার অসম্ভব আকর্ষণ। ইস্টবেঙ্গলের ভক্ত এই শিল্পী স্বাভাবিকভাবেই ইলিশ মাছ খেতে ভালো বাসতেন। প্রসঙ্গত,এদিন তথ্যচিত্রটি প্রদর্শনের পর এক সাংবাদিক বৈঠকে ছবির নির্মাণকারী সংস্থা 'লা উৎসব' এর কর্তা ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, সৈকত মিত্র,সুদেষ্ণা রায়,সাহেব চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।