Written By শাজাহান আলি
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আরামবাগ-ঘাটাল রাজ্য সড়কের বামারিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, আরামবাগ থেকে ঘাটালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অন্যদিক থেকে আসা ১টি মোটরবাইকের সংঘর্ষ হয়। ৩জন বাইক আরোহী পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাইক থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর। জখম ১ জনকে চন্দ্রকোনা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃত ৩ জন হুগলির বৈতলের বাসিন্দা। যদিও এখনও তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ ঘাটাল চন্দ্রকোনা সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।