Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শ্রীরামপুর গান মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল।আগামী ২৬ জানুয়ারি বেলা ১২ টায় শুরু শ্রীরামপুর গান মেলা। চলবে রাত্রি ১০ টা পর্যন্ত।প্রধান উদ্যোক্তা তথা প্রেসিডেন্ট ডা.রতন সমাদ্দার।এইবছর ২৬ জানুয়ারি শ্রীরামপুর গান মেলার তৃতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠানে একশ জন শিল্পী একদিনে একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন। সেইসঙ্গে প্রায় ১২ জন শিল্পীকে জীবনকৃতী সম্মান প্রদান করা হবে৷ বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন পুরসভার চেয়ারম্যান শ্রী অমিয় মুখার্জী, বিশিষ্ট লোকশিল্পী ও লোক গবেষক শ্রী শুভেন্দু মাইতি, কবি অরুণ চক্রবর্তী, বাদল সরকার, পরিচালক সঞ্জয় দাস প্রমুখ৷ শ্রীরামপুর গান মেলা কমিটির প্রধান উদ্যোক্তা এবং প্রেসিডেন্ট ডঃ রতন সমাদ্দার এই অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা করেন। প্রত্যন্ত সুন্দরবনের শিল্পী যেমন আসেন তেমনি হুগলি, উত্তর ২৪ পরগণা থেকে শুরু করে কলকাতার শিল্পীরা আসছেন। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে দেবব্রত চ্যাটার্জী, তাপস মুখার্জী, রাজকুমার রায়, রবিন গাঙ্গুলী, দেবাশীষ বসু, উজ্জল মুখার্জি, অভিজিত ঘোষ অভিজিত ঘোষাল সহ মোট ১২ জনকে৷ যন্ত্রশিল্পী থেকে গায়ক প্রত্যেকের জন্য থাকবে স্মারক সম্মান৷