Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাইডেনের শপথগ্রহণের দিন আবারও হামলা হতে পারে মার্কিন যুক্তরাষ্টে, অগ্রিম সতর্কবার্তা জানালো আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই। এটি ক্যাপিটল ভবন হামলার থেকেও বৃহৎ রূপ নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি স্টেটসে হামলা চালাতে পারে ওই দিন, ট্রাম্প সমর্থককারীরা।ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটন শহরে।
হনুমান যখন নিজের স্বার্থসিদ্ধি করতে পারে না, তখন তার স্বাভাবিক প্রবণতা ল্যাজের আগুনে গোটা রাজ্য পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই সময়ের খ্যাপা হনুমানের কার্যকলাপ হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকার জনগণ। রীতিমতো ভয়ে কাঁপছেন ট্রাম্প এর শেষ দিনগুলোর কথা ভেবে। যাওয়ার আগে যুদ্ধ লাগাবেন নাকি পরমাণু অস্ত্র একবার নেড়েচেড়ে দেখবেন নাকি বিচিত্র কোনও কিছু ঘোষণা করে নড়িয়ে দেবেন গোটা প্রশাসনিক পরিকাঠামোকেই। আবার হয়তো কিছুই না করে স্রেফ দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিল ৭৪ এর আধপাগল খ্যাপা রাষ্ট্রপতি।
চেষ্টা করেও মার্কিন প্রেসিডেন্টের আসন ধরে রাখতে পারলেননা ট্রাম্প। নাটকীয় ভাবে পরাজয় নির্বাচনে । বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে ট্রাম্পের থেকে মার্কিন প্রেসিডেন্টের আসন ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। একাধিক বার নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েও অবশেষে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন ট্রাম্প। পরাজয় স্বীকারের দিন ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবন হামলার বিষয় নিয়ে নিন্দায় সরব নেতা থেকে নেটিজেন প্রত্যেকেই।হামলায় উস্কানিমূলক আচরণের জন্য ট্রাম্পের টুইটার হ্যান্ডেল স্থায়ীভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়েছে টুইটার গোষ্ঠী। ক্যাপিটলে হামলার পরে ট্রাম্প নিজের উদ্যোগে ইস্তফাপত্র জমা না দিলে তাকে ইমপিচ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর মধ্যেই আবারো এক মারাত্মক অশান্তির আভাস মিললো গোয়েন্দা দফতরের শীর্ষকর্তার রিপোর্ট থেকে। আমেরিকার গোয়েন্দা সংস্থা (এফবিআই) সূত্রের খবর আগামী ২০ জানুয়ারি, বাইডেনের শপথগ্রহণের দিন আবারো হামলা হতে পারে মার্কিন যুক্তরাষ্টে। এফবিআই সদস্যরা জানাচ্ছেন ট্রাম্প সমর্থককারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি স্টেটসে হামলা চালাতে পারে ওই দিন। ২০ জানুয়ারির হামলাটি ক্যাপিটল ভবন হামলার থেকেও বৃহৎ রূপ নিতে পারে। বহু মানুষকে জখম করা এবং হত্যা করাই এই হামলার মূল লক্ষ্য থাকতে পারে। বাইডেনের ক্ষমতায় আসার প্রথম দিনই যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয় দেশবাসীকে তার জেরেই ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটন শহরে। প্রশাসনের তরফ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৬-ই জানুয়ারি থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ১০ হাজার সেনার পাহারা দিয়ে ওয়াশিংটন শহরটিকে সম্পূর্ণ ঘেরাটোপে রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল গার্ড।