Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কয়েক ঘন্টার ব্যবধানে শহরে ফের আগুনের ঘটনা। বাগবাজার ওম্যান কলেজের সামনে একটি বস্তিতে বুধবার সন্ধ্যায় আগুন লেগে যায়। বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে। যার জেরে আগুন বিধ্বংসী রূপ নেয়। প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। পরে আরও ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। হতাহতের কোনও খবর নেই। তবে আগুনের তীব্রতার জোরে পাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। গিরিশ পার্ক থকে বাগবাজার যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরেই মানিকতলার একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে। আর সন্ধেয় বাগবাজার ব্রিজের কাছে বসতি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনএর তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। শেষমেষ ঘন্টা দুয়েক পর আগুন আয়ত্বে আসে। ততক্ষণে শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই। আগুন ধরে যায় পাশে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্বোধন কার্যালয়ের একাংশে। ঘটনার খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্মিতা বক্সি, কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সহ লালবাজারের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। তাদের ঘিরে বিক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুরমন্ত্রী আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের বাড়ি বানিয়ে দেওয়া হবে। ততদিন তাঁদের থাকার জন্য পাশের মহিলা কলেজ খুলে দেওয়া হবে। তাঁদের সকলের খাওয়ার বন্দোবস্ত করা হয় সরকারের তরফে।