Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সীমান্তে চীন ও পাকিস্তানকে নজরে রাখার পাশাপাশি উপযুক্ত সময়ে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি এই যুদ্ধবিমানগুলো কেনার ব্যাপারে সম্মতি জানিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের কাছ থেকে ই বিমানগুলি কিনতে চলেছে বায়ুসেনা। এখনও পর্যন্ত দেশীয় বাজারে এটাই সর্ববৃহৎ চুক্তি। মোট ৪৮ হাজার কোটি টাকার চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই বিমান যোগান দেওয়ার কাজ শুরু হবে। বায়ুসেনার জরাগ্রস্ত মিগ-২১ বিমানগুলির জায়গা নেবে তেজস। ইতিমধ্যেই একাধিক পরীক্ষায় সফলভাবে উতরেছে বিমানটি।
প্রসঙ্গত, এই চুক্তির জন্য বায়ুসেনার কাছে ৫৬ হাজার ৫০০ কোটি টাকা দাবি করেছিল হ্যাল। পরে অবশ্য দীর্ঘ ও একাধিক আলোচনার পর দর কমে। এরপরেই এই চুক্তিতে সায় জানায় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি।