বেজায় দুশ্চিন্তার খবর মিললো শ্রীলঙ্কাতে। ইংল্যান্ড ক্রিকেট দলের ৩৩ বছরের ক্রিকেটার মঈন আলি নতুন করোনার ভাইরাসে আক্রান্ত। শ্রীলঙ্কার প্রশাসনিক পর্যায়ে এই ঘোষণা করা হল বুধবার। ওই দেশে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল চাটার্ড ফ্লাইটে এসেছে ১০ দিন আগে।
শ্রীলঙ্কার ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট হেমন্থা হেরাথ কলম্বোতে জানিয়েছেন, এই ভাইরাস শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার চিহ্নিত হল। বলা হচ্ছে এই কোভিড ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মঈনের থেকে এই ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে তারজন্য বিশেষ বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
অনেক দেশই যেমন ইংল্যান্ড থেকে বিমান যাতায়াত সম্পূর্ণ বন্ধ রেখেছে, শ্রীলঙ্কায় এই ইংল্যান্ড দল আসার ক্ষেত্রে তা ঘটেনি। দল এসেছে চাটার্ড ফ্লাইটে। দুটি টেস্টের সিরিজ, যার প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মঈনের কিছু সামান্য সিম্পটম এবং ক্লান্তি ভাব থাকায় ১০ দিনের কোয়ারান্টাইন পর্ব বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছেন। শেষ টেস্ট পজিটিভ আসায় সকলে বেশ চিন্তায়।
ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকসেরও এই টেস্ট খেলা হচ্ছে না। মঈনের সংস্পর্শে ছিলেন বলে ৭ দিনের আইসোলেশনে আছেন তিনিও।
13th January, 2021 10:10 pm