Written By দেবাশিস সেনগুপ্ত
করোনা সতর্কবার্তা মেনে ফের পুরনো ছন্দে গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার সকাল থেকেই মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে পুণ্যার্থীদের ঢল নামে সাগরে । বৃহস্পতিবার মকর সংক্রান্তির দিন দমকল মন্ত্রী সুজিত বসু সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথন ই-স্নান করেন। সকাল দশটা নাগাদ গঙ্গাসাগর মেলার দু নম্বর গেট দিয়ে সমুদ্রতটের বেলাভূমিতে চলে আসেন মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলাশাসক। সেখানেই ব্রাহ্মনের উপস্থিতিতে ই-স্নানের ব্যবস্থা করা হয়। স্নান করার পরে কপিল মুনির মন্দিরে যান পুজো দিতে। পুজো দেওয়ার পর মন্ত্রী সুজিত বসু সাংবাদিকদের জানান, ‘এবছর রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ই-স্নানের ওপর জোর দেওয়া হয়েছে। কারণ করোনা ভাইরাসের কারণে একসঙ্গে জমায়েত হলে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে দেড়শ টাকার বিনিময়ে পূণ্যার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি স্নানের সামগ্রী। যেখানে থাকছে গঙ্গাজল কপিলমুনির মন্দিরের প্রসাদ ফুল সহ অন্যান্য সামগ্রী।