Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বুধবার বাগবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতা। উত্তর কলকাতার বাগবাজারে পরপর কয়েকটি সিলিন্ডার ফেটে পুড়ে ছাই হয়ে গেছে বাগবাজারের হাজার বস্তি। গৃহহীন হাজার বস্তির মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে তাঁদের ঘরের চাল থেকে খাওয়ার চালটুকুও। এমন অবস্থাতেই বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্থ অঞ্চলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজাকে পাশে রেখে দুর্গতদের সাহায্য করার সবরকমের আশ্বাস দিলেন তিনি। ক্ষতিগ্রস্তদের যার যেখানে যতটা স্থান জুড়ে বাড়ি ছিল ঠিক সেভাবেই পুনর্গঠন করা হবে বলে সরাসরি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। হাজার বস্তির বাসিন্দাদের উদ্দেশে তিনি বারবার বলেন, ' আপনাদের চিন্তার বিন্দুমাত্র কোনও কারণ নেই। বাড়ি ফের তৈরি করার দায়িত্ব পুরসভা নিচ্ছে।আজ থেকে এই অঞ্চল পরিষ্কার করা শুরু হবে। আগামী কয়েকদিনের মধ্যে পুনর্গঠনের কাজ শুরু করা হবে। নিশ্চিন্তে থাকুন আপনারা!' এখানেই না থেমে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে মমতার নির্দেশ যতদিন না ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন হচ্ছে ততদিন তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে। নির্দেশের সঙ্গে চটজলদি নিদানও দিয়ে দেন তিনি। পরিবারের শিশুদের জন্যও প্রতিদিন দুধ বিস্কুটের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। এরপর ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দেন হাজার বস্তির পুরুষদের পোষাকের ব্যবস্থা করতে ও শশী পাঁজাকে দায়িত্ব দেন বস্তির দুর্গত মহিলাদের শাড়ি ও অন্যান্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিষ যেন পান তা নজরে রাখার। এই শীতে যেন ক্ষতিগ্রস্তরা গরম জামা ও চাদর-কম্বল পান তাও ফিরহাদকে দেখার নির্দেশ দেন মমতা। নিজের বক্তব্যের শেষে হাজার বস্তির বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ' আপনাদের জন্য আপাতত বাগবাজার উইমেন্স কলেজ,কমিউনিটি হলে থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে আপনারা স্বচ্ছন্দে থাকুন কিন্তু অনুরোধ জায়গাটি পরিষ্কার পরিছন্ন রাখবেন,নোংরা করবেন না। '
পরে পুরো অঞ্চল ঘুরে পরিদর্শন কর ন তিনি । তাঁর সঙ্গে ছিলেন বস্তির বাসিন্দারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মা সরদার বাড়ি ও স্বামীজীর উদ্বোধনের অফিসও পরিদর্শন করেন তিনি। কথা বলেন মঠের মহারাজদের সঙ্গেও।