Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
তাঁদের শেষবার বড়পর্দায় দেখা গেছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ' সত্যাগ্রহ ' ছবিতে। এবার ফের একবার পর্দায় হাজির হতে চলেছেন অজয় দেবগন এবং অমিতাভ বচ্চন। অজয় দেবগন পরিচালিত-প্রযোজিত ছবি ' মে ডে '-র শ্যুটিং শুরু করার কথাও সাড়ম্বরে ঘোষণা করা হয়েছিল ছবি নির্মাতার টিমের তরফে। এই অ্যাকশন-ড্রামা ছবিতে এই দু'জন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রকুল প্রীত সিং-কে। এই ছবির মাধ্যমে বলিউডে নিজের ডেবিউ করতে চলেছেন ইউটিউব তারকা ক্যারিমিনেটি। জানা গেছে, ছবিতে পাইলটের ভূমিকায় দেখা যাবে অজয় ও রকুলকে। তবে অমিতাভের চরিত্রটি ঠিক কি সেই বিষয়ে মুখে হয়েছে ছবি নির্মাতাদের তরফে।
সদ্য শেষ হয়েছে এই ছবির প্রথম দফার শ্যুটিং। সে খবরের ঘোষণাও করা হয়েছে অজয়ের তরফে ই। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে অজয় লেখেন,' সিনেমার সেটে থাকা সবসময়ই দারুণ শান্তির। এইমুহূর্তে শেষ হয়েছে 'মে ডে '-র প্রথম দফার লম্বা শ্যুটিং শিডিউল। পরের দফার শ্যুটিংও দ্রুত শুরু হবে। '