Written By সেলিম শেখ
ফের ভয়াবহ গঙ্গা ভাঙন। গঙ্গার জলস্তর কমতেই ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল ৭টি বাড়ি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের প্রায় ৫০ টি পরিবার। অবিলম্বে গঙ্গার বাঁধ মেরামতের পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শীতের মরশুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে এলাকায় কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ২০২০ এর ১৪ আগস্ট ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর, ধুসরীপাড়া ও শিবপুর এলাকা। গঙ্গার ভাঙনে তলিয়ে যায় কয়েকশো পরিবার। তলিয়ে যায় কয়েকশো বিঘা কৃষি জমি, আমবাগান। তলিয়ে যায় বিএসএফ চৌকি। কয়েক দিনের তাণ্ডবে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যত্র জীবন যাপন করতে বাধ্য হন সাধারণ মানুষ। ভাঙনের খবর পেয়ে বুধবার রাতে ভাঙন কবলিত এলাকা দেখতে ছুটে যান সামসেরগঞ্জের বিডিও শ্রী কৃষ্ণচন্দ্র মুণ্ডা। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষ ও ভাঙন প্রতিরোধ দফতরে জানানো হয়েছে।’