Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অ্যাডিলেডের পর দুটি টেস্টে বাদ গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। ব্রিসবেনে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।--ফাইল ছবি।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম তিনটি টেস্টের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ভারত। কিন্তু ব্রিসবেনের চতুর্থ টেস্টের জন্য তারা তা পারল না। পেটের পেশিতে টান ধরা যশপ্রীত বুমরা এবং পিঠের ব্যথায় কাবু রবিচন্দ্রন অশ্বিনকে ফিট করে তোলার জন্য চেষ্টা করছেন টিম ফিজিওরা। তাঁদের ফিট হওয়ার জন্য অপেক্ষা করছে ভারত। তাই প্রথম একাদশ বেছে নেওয়া হবে ম্যাচের দিন সকালে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, “আমরা অশ্বিন এবং বুমরার জন্য অপেক্ষা করছি। ওরা যদি খেলতে পারে ভাল। না হলে অন্যদের কথা ভাবা আছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই।“
তিন টেস্টের পর সিরিজের ফল এখন ১-১। শুক্রবার থেকে শুরু ব্রিসবেন টেস্টেই হয়তো সিরিজের ফয়সালা হবে। আর এই মাঠ অজিদের কাছে ভীষণ পয়মন্ত। ১৯৮৮-র নভেম্বরে অস্ট্রেলিয়া এখানে শেষ টেস্ট হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তার পর থেকে তারা এই মাঠে অপরাজিত। সেই ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে চূড়ান্ত একাদশ ঘোষিত না হলেও নয়জনের নাম ঠিক হয়ে গেছে। তাঁরা হলেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি এবং কুলদীপ যাদব। যদি অশ্বিন খেলতে না পারেন তবে দলে নেওয়া হবে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। আর যদি যশপ্রীত বুমরা খেলতে না পারেন তাহলে নেওয়া হবে শার্দূল সিংকে। হনুমা বিহারি যে খেলতে পারবেন না সেটা আবার পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে চোটের জন্য টিম থেকে ছিটকে গেছেন মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা এবং এখন হনুমা বিহারি। আর বুমরা ও অশ্বিনকে খেলানোর চেষ্টা এখনও অব্যাহত। কিন্তু সেই চেষ্টা ফলবতী হবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
সিডনিতে প্রথম ইনিংসে ব্যাট করার সময় বাঁ হাতের কনুইয়ে চোত পেয়েছিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি উইকেটকিপিং করেননি। তাঁর বদলে কিপিং করেন ঋদ্ধিমান সাহা। এবং চারটি ক্যাচও ধরেন। আবার আহত ঋষভ দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ৯৭ করেন। তাই ব্যাটসম্যান ঋষভকে খুবই দরকার। আবার এখন টিমের যা অবস্থা তাতে ঋদ্ধিমানের মতো সেফ উইকেটকিপারকে বসিয়ে রেখে মায়াঙ্ক আগরওয়ালকে খেলানোর চিন্তা দূরে থাকাই ভাল। তাই ব্রিসবেনে ঋষভ এবং ঋদ্ধি দুজনেই খেলবেন।
অশ্বিনের বদলি ভাবা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। সাদা বলের প্লেয়ার তামিলনাড়ুর এই অলরাউন্ডার। যদি খেলেন টেস্টে তাঁর অভিষেকই হবে। তবে রবীন্দ্র জাডেজার বদলে কুলদীপ যাদবের খেলা প্রায় নিশ্চিত। দীর্ঘ দিন টেস্টের বাইরে এই বাঁহাতী চায়নাম্যান বোলার। ব্রিসবেনের বাউন্সভরা উইকেটে তাঁর বল ভারতের অতিরিক্ত শক্তি হতে পারে। আর যাঁকে সবচেয়ে বেশি দরকার ছিল এই টেস্টে সেই যশপ্রীত বুমরা খেললে ভারতের পেস ব্যাটারি খুবই ভাল হত। শেষ পর্যন্ত যদি তিনি খেলতে না পারেন তাহলে মুম্বইয়ের শার্দূল ঠাকুর খেলবেন, যাঁর ব্যাটের হাত মন্দ নয়।
এদিকে অস্ট্রেলিয়া দলেও একটা পরিবর্তন হচ্ছে। চোটের জন্য টিম থেকে বাদ পড়লেন উইল পুকোভস্কি। তাঁর বদলে নেওয়া হয়েছে ওপেনার মার্কাস হ্যারিসকে। দেশের হয়ে নটা টেস্ট খেলেছেন হ্যারিস। শেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের অ্যাসেজে।